April 18, 2024, 7:21 pm

জাতীয় ঈদগাহ ঘিরে ৮ সড়কে বন্ধ থাকবে যানচলাচল

Reporter Name
xr:d:DAF1QLBZYs4:2047,j:4257446793911209109,t:24022005

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে চলাচলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক রমনা বিভাগের পক্ষ থেকে কিছু ট্রাফিক নির্দেশনা প্রদান করা হয়েছে।

এসময় কয়েকটি সড়কে ঈদের দিন সকালে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করে বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে। তবে এসব পয়েন্ট দিয়ে পায়ে হেটে মুসল্লীরা ঈদগাহে প্রবেশ করতে পারবেন।

যেসব রাস্তায় ডাইভারশন থাকবে

গুলিস্তানের জিরো পয়েন্ট ক্রসিং, সরকারি কর্মচারি হাসপাতাল, দোয়েল চত্বর ক্রসিং, প্রেসক্লাব লিংক রোড, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পেছনের গলি, ইউবিএল ক্রসিং, ডিএমপি কন্ট্রোলরুম গ্যাপ ও মৎস্য ভবন ক্রসিং।

যানবাহন চলাচলের বিকল্প রাস্তা

শাহবাগ-মৎস্য ভবন হতে গুলিস্তান অভিমুখী যাত্রীবাহী যানবাহন মৎস্য ভবন-কাকরাইল মসজিদ-রাজমনি ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

বঙ্গবাজার হতে হাইকোর্ট অভিমুখী যাত্রীবাহী যানবাহন চাঁনখারপুল-বকশি বাজার-পলাশী ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

বাবুবাজার-গুলিস্তান হতে কদমফোয়ারা-মৎস্য ভবন অভিমুখী যাত্রীবাহী যানবাহন ইউবিএল ক্রসিং-নাইটিংগেল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

শান্তিনগর-রাজমনি হতে গুলিস্তান ও সদরঘাট অভিমুখী যাত্রীবাহী যানবাহন নাইটিংগেল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

গণপূর্ত ভবন প্রাঙ্গণ, আইইবি’র প্রাঙ্গণ, জিরোপয়েন্ট ক্রসিং হতে ইউবিএল ক্রসিং পর্যন্ত, দোয়েল চত্বর ক্রসিং এর দক্ষিণ-পশ্চিম-উত্তর পার্শ্ব, ফজলুল হল হতে বঙ্গবাজার ক্রসিং পর্যন্ত, মৎস্য ভবন ক্রসিং এর পূর্ব দিকে কার্পেট গলি রোড এলাকা ও মৎস্য ভবন ক্রসিং হতে শাহাবাগ ক্রসিং পর্যন্ত।

ভিভি আইপি/ভিআইপি কার পার্কিং

রাষ্ট্রপতি/প্রধান বিচারপতি/ভিভিআইপি : সুপ্রিম কোর্টের অভ্যন্তরে গোলচত্বর।

বিচারপতিগণ : সুপ্রিম কোর্ট মাজার সংলগ্ন উত্তর পার্শ্বে।

উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা/ বিশিষ্ট ব্যক্তিবর্গ/সাংবাদিকবৃন্দ : গণপূর্তভবনের আঙ্গিনায়।

যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থাসমূহ কার্যকর করার বিষয়ে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা চেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page